এইচবিআরআই অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিজয়ীদের শপথ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে গত বুধবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এইচবিআরআই অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের প্রথম নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়। গত ৭ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও এইচবিআরআই মহাপরিচালক মো. আশরাফুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপাল রিসার্চ ইঞ্জিনিয়ার মোহাম্মদ পারভেজ খাদেম। প্রথম নির্বাচনের নির্বাচন কমিশনার হিসেবে মোহাম্মদ পারভেজ খাদেম কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে নবনির্বাচিত সব সদস্যসহ অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
এইচবিআরআই অফিসার্স অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন : সভাপতি আহসান হাবিব, সহসভাপতি মো. মুক্তাদির আবেদিন, সাধারণ সম্পাদক মো. জাহিদ শাহসুজা, কোষাধ্যক্ষ মো. ওহাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি শাকিল, সাংগঠনিক সম্পাদক মনজুর পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. আল্লামা ইকবাল, গবেষণা ও উন্নয়ন সম্পাদক মো. ইবনুল ওয়ারাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. এমরান হোসেন, কার্যনির্বাহী সদস্য জেবেকা আকতার, তাহসিন মাহমুদ এবং সাজেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. আশরাফুল আলম মহাপরিচালক নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্মরণ করিয়ে দেন এবং অ্যাসোসিয়েশনের সদস্যদের সেবায় তাদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান। নবনির্বাচিত প্রতিনিধিরা তাদের দায়িত্ব পালনে প্রতিষ্ঠানের কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"