reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ডিসেম্বর, ২০২৪

তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ১১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১২২টি শিল্প, ৭৪টি বাণিজ্যিক ও ১৩,৪৩৬টি আবাসিকসহ মোট ১৩,৬৩২টি অবৈধ গ্যাস সংযোগ ও ৩৪,৬৩১টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে দৈনিক ৯৫,৪১,৩৮৫ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৪৪.৮৫ লাখ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close