অনলাইন ডেস্ক
১১ ডিসেম্বর, ২০২৪
কোস্টগার্ডের অভিযান
কেরানীগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ
ঢাকা জেলার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে ১ কোটি ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলাধীন পাংগাও বুড়িগংঙ্গা নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মুন্সীগঞ্জ হতে ঢাকাগামী ১টি স্টিল বডি তল্লাশি করে ১ কোটি ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ জাল উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন