reporterঅনলাইন ডেস্ক
  ১০ ডিসেম্বর, ২০২৪

বেবিচক ও ল্যাবএইডের সমঝোতা স্মারক

ল্যাবএইড গ্রুপ এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর মধ্যে গতকাল সোমবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বেবিচকের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি। এ ছাড়া বেবিচকের পক্ষে সদস্য (প্রশাসন), (যুগ্ম সচিব) আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, এনডিসি ও পরিচালক (প্রশাসন), (উপ সচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গী এবং ল্যাবএইড গ্রুপের পক্ষে ডেপুটি ম্যানেজার মো. জাহিদুর রহমান ও কোর্ডিনেটর (বিজনেস ডেভেলপমেন্ট) মো. আলমগীর হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।   

এ চুক্তির আওতায় বেবিচকের কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবার (মা-বাবা, সন্তান) সব প্যাথলজিক্যাল এবং বায়োকেমিস্ট্রি টেস্টে ৩০% ছাড় এবং এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, ইকো এবং ইটিটিতে ১৫% ছাড় পাবেন।

এছাড়া ডিসকাউন্ট মূল্যে আউটডোর এবং ইনডোর সেবা, হাসপাতালে ভর্তি ও চিকিৎসা পরিষেবা ছাড়াও, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, অ্যাম্বুলেন্সসেবা এবং হোম স্যাম্পল কালেকশন সেবাসহ অন্য সেবা গ্রহণ করতে পারবেন। সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেবিচক এবং ল্যাবএইড গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close