লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
লোহাগাড়ায় শ্রেষ্ঠ জয়িতা ডা. তাহমিনা সোলতানা
সারা দেশে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে ‘শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ এ ক্যটাগরীতে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত হয়েছেন লোহাগাড়ার মেয়ে ও পুত্রবধূ ডা. তাহমিনা সোলতানা ডেজি। তিনি উপজেলার পুটিবিলা ইউনিয়নের জীবন মুহুরিপাড়ার প্রাণিসম্পদ অধিদপ্তেরের সাবেক চিকিৎসক আবুল কালাম ও শিক্ষিকা হাজেরা বেগমের মেয়ে এবং লোহাগাড়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক, সাউথইস্ট ব্যাংকের সিনিয়র অফিসার মোজাহিদ হোসাইন সাগরের সহধর্মিণী।
গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি আবু সেলিম চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যাপক পুস্পেন চৌধুরী, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মো. মোবিন, উপজেলা মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের মো. দিদারুল আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
"