প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১০ ডিসেম্বর, ২০২৪

সম্মানিত হলেন সফল জয়িতারা

‘নারী-কন্যার’ সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে সফল নারীদের জয়ীতা সম্মামনা প্রদান করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : জেলা প্রশাসক কার্যালয়ে জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিভিন্ন ক্যাটাগরিতে সদর উপজেলায় ৫ জন, জেলা পর্যায়ে ৫ জন নির্বাচিত জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া উপজেলা পর্যায়ে সকল উপজেলায় সম্মাননা দেওয়া হয়েছে।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : কমলগঞ্জে সফল জননীর ক্যাটাগরিতে বিমলা দেবী ও অর্থনৈতিক সচ্ছলতা ক্যাটাগরিতে বর্ষা মালাকারকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বাগাতিপাড়া (নাটোর) : নাটোরের বাগাতিপাড়ায় ৫ জয়িতাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। সফল জননী ক্যাটাগরিতে মোছা. আছিয়া বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী সাথী সুলতানা, শিক্ষা ও চাকরিতে আয়েশা আক্তার, সমাজ উন্নয়নে মুর্শিদা বেগম এবং নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরুতে আয়শা বেগমকে সম্মাননাস্বরূপ ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।

বাগমারা (রাজশাহী) : বিভিন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ৫ জন নারীকে উপজেলায় শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হলেন ফারহানা জাহান বিউটি, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হলেন নাজমিন নাহার, সফল জননী হলেন রওশন আরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন  শুরু করায় সম্মাননা পেলেন নাছিনা আক্তার, অন্যদিকে বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ এবং পিছিয়েপড়া লোকজনদের নিয়ে কাজ করে আসা টানা চারবার নির্বাচিত সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর সাহানারা খাতুনকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়েছে।   

বরিশাল ব্যুরো : বরিশালে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। আলোচনা সভা শেষে ৫ জন জয়িতাকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে ববি রানী, সফল জননী নারী ক্যাটাগরিতে ঝর্ণা রানী বর্মণ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে দিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী ক্যাটাগরিতে সিরাজাম মনিরা, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মরিয়ম বেগম, সমাজে উন্নয়নে অসামান্য অবদান রাখার ক্যাটাগরিতে জেসমিন আক্তারকে ক্রেস্ট প্রদান করা হয়।

রংপুর ব্যুরো : বেগম রোকেয়ার জন্মভূমি রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের পর জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন ও নারীর অগ্রযাত্রা বেগম রোকেয়ার ভাবনা ও বর্তমান প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভা হয়। পরে বাংলা একাডেমি ও জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিশিষ্টজনরা।

জামালপুর : জামালপুরে ৫ ক্যাটাগরিতে ১৪ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে মহিলাবিষয়ক অধিদপ্তর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ৫ জন জয়িতা নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সিরাজগঞ্জে জেলা পর্যায়ে সফল জননী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন লাইলী বেগম। ময়মনসিংহের নান্দাইলে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন বিশিষ্ট নারীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল ও অতিথিরা। পিরোজপুরের নাজিরপুরে র‌্যালি ও আলোচনা হয়েছে। অনুষ্ঠানের সভাপতি ছিলেন অরূপ রতন সিংহ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close