প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জ ও গাইবান্ধায় জাতীয় নাগরিক কমিটির পরিচিতি সভা

জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ সদর থানার ‘কমিটি পরিচিতি সভা’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গত শনিবার রাতে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ অনুষ্ঠিত সভায় সদ্য গঠিত সদর থানা কমিটির প্রতিনিধি সদস্যরা উপস্থিত ছিলেন। সদর থানা কমিটির সদস্য সাবিত আল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর থানা কমিটির সদস্য আহমেদুর রহমান তনু, শওকত আলী এবং কবি আরিফ বুলবুল।

গাইবান্ধা : সাংগঠনিক অগ্রগতি সমস্যা ও সম্ভাবনা এবং সাংগঠনিক সমসাময়িক বিষয়ে গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শনিবার রাতে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য মো. হানিফ খান সজিব এবং প্রধান বক্তা ছিলেন রংপুর বিভাগের সাংগঠনিক স¤পাদক মো. মাসুদ রানা মোন্নাফ।

জেলা সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াছিন প্রধান খোকন, সুন্দরগঞ্জ উপজেলা আহ্বায়ক রুমন বসুনিয়া, জেলা যুগ্ম সদস্য সচিব আমিনুর রহমানসহ গণঅধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close