তিন জেলার কার্যক্রম পরিদর্শন বিএডিসি চেয়ারম্যানের
বিএডিসির চেয়ারম্যান মো. রুহুল আমিন খান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এর মাধ্যমে বাস্তবায়নাধীন পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। গত শুক্রবার বিএডিসির পাবনাস্থ টেবুনিয়া খামারে অনুষ্ঠিত ‘আমন ধান বীজের গ্রো-আউট টেস্ট’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যে, অধিক ফসল উৎপাদনে ভালো বীজের কোনো বিকল্প নেই। মূলত বীজই হচ্ছে ফসল উৎপাদনের জীবন্ত উপকরণ। বিএডিসি প্রতিষ্ঠালগ্ন হতে কৃষকদের নিকট মানসম্পন্ন বীজ সরবরাহ করার কাজটি যথাযথভাবে সম্পাদন করে যাচ্ছে। তবে এখানেই থেমে থাকলে চলবে না। কৃষি নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষককুলের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে এবং বেসরকারি বীজ উদ্যোক্তাদের সঙ্গে প্রতিযোগিতায় কার্যকরভাবে টিকে থেকে বীজের গুণগতমান আরো বাড়ানোর ক্ষেত্রে তিনি গুরুত্বারোপ করেন। কৃষি উপকরণ প্রাপ্তিতে কৃষকরা যাতে কোনোরূপ হয়রানি বা বৈষম্যের শিকার না হয়, সেজন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
চেয়ারম্যান বিএডিসি পরবর্তী সময়ে ‘পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলার ক্ষুদ্র সেচ উন্নয়ন’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে কোনোরূপ অনিয়ম ও গাফলতি সহ্য করা হবে না। সকল ধরনের আর্থিক শৃঙ্খলা অনুসরণপূর্বক দরপত্র প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে তিনি নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে সকল ভৌত কাজের গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পাদনেও পরামর্শ প্রদান করেন। পরিদর্শনকালে প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"