কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

  ০৮ ডিসেম্বর, ২০২৪

ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প

বৃত্তি পেলেন ২২ শিক্ষার্থী

গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৬ বছর ধরে উপজেলার মেধাবীদের শিক্ষাবৃত্তি দিয়ে যাচ্ছে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প। এরই ধারাবাহিতায় এ বছর ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের আওতায় স্থানীয় ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ জন গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীর প্রত্যেককে ১৫ হাজার টাকা করে ৩ লাখ ৩০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তিকে আরো ৬ লাখ ১০ হাজার টাকার মানবিক সহযোগিতাসহ মোট ৯ লাখ ৪০ হাজার টাকার প্রদান করা হয়। গতকাল শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মেধাবী কৃতী শিক্ষার্থী এ সম্মাননা প্রদান করা হয়।

ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প কর্তৃক আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রকল্পের চেয়ারম্যান ডা. মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।

ট্রাস্টি মাশহুদুর রহমান সাজেদের পরিচালনায় এতে আরো বক্তব্য দেন প্রকল্পের ভাইস চেয়ারম্যান নবিউল ইসলাম খান, বৃত্তিপ্রাপ্ত সাবেক শিক্ষার্থী ডা. সুস্মিতা দেবনাথ, বর্তমান শিক্ষার্থী নাজিয়া করিম ঐশি, নিপুন হোসেন, নকিবুল হাসান নিলয় প্রমুখ। এ সময় লতিফা বেগম ভূঁইয়া, ট্রাস্টি মো. মারুফুল হক ভূঁইয়াসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close