ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় হাতেম খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
ময়মনসিংহের ভালুকায় পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খানের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ষড়যন্ত্রমূলক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল মঙ্গলবার পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন ও উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, রুহুল আমিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, জহির রায়হান, উপজেলা বিএনপির সদস্য আবদুর রহিম, নূরুল হক মন্ডল, উপজেলা যুবদল সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল, সাবেক কাউন্সিলর শ্রী স্বপন বনিক, আমান উল্লাহ তাজুন, মাহবুবুল আলম দুলু, এস এম জাকারিয়া কামাল, সাইদুল ইসলাম, উপজেলা শ্রমিক দল সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, পৌর শ্রমিক দলের ভারপ্রপ্ত সভাপতি মাহবুল আলম মোল্লাহ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুবদল নেতা খান সোহাগ, ছাত্রদল নেতা রাফিউল্লাহ চৌধুরী, বিএনপি নেতা ফজলুল হক, আশরাফুল আলম ও পৌর স্বেচ্ছাসেবক দল নেতা পিয়াস মাহমুদ শুভ প্রমুখ।
এছাড়া ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য শাহ আমিনুল ইসলাম পাপ্পু।
"