ডিইএবের সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন
ডিইএব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনুমোদিত ২২টি পেশাজীবী সংগঠনের মধ্যে একটি অন্যতম পেশাজীবী সংগঠন। জাতীয়তাবাদী সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এক প্লাটফর্মে আনার জন্য দুটি ভিন্ন সংগঠনকে একত্রিত করে ২০১১ সালের ৭ মে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) গঠন করেন।
গত রবিবার কেন্দ্রীয় কার্যালয়ে ডিইএব কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সিরাজগঞ্জের সকল পর্যায়ের ডিপ্লোমা প্রকৌশলীদের মতামতের ভিত্তিতে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক ছাত্রনেতা গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী, প্রকৌশলী মো. রাসেল খানকে আহ্বায়ক ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রাকিব হোসেনকে সদস্য সচিব করে সিরাজগঞ্জের সকল উপজেলার জাতীয়তাবাদী ডিপ্লোমা প্রকৌশলীদের সমন্বয়ে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের জন্য অনুমোদন দিয়েছেন ডিইএব কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একইসঙ্গে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশনা দেওয়া হয়েছে। মতবিনিময় সভা শেষে কমিটি হস্তান্তর করা হয় এবং নবগঠিত কমিটি কেন্দ্রীয় ডিইএব মহাসচিব, আইডিইবি মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সংবাদ বিজ্ঞপ্তি।
"