কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেকৃবির অধ্যাপক রাশেদুল ইসলাম
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহ. রাশেদুল ইসলাম। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন বিশ্ববিদ্যালয় আইন, ২০২১ এর ১০ (১) ধারা মোতাবেক অধ্যাপক ড. মুহ. রাশেদুল ইসলামকে উপাচার্য হিসেবে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দিয়েছেন। যোগদানের দিন থেকে তার এ নিয়োগ কার্যকর হবে। উল্লেখ্য, প্রফেসর ড. রাশেদুল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মাহিয়ারপুর গ্রামের মো. খেতাব উদ্দিন মন্ডল ও মাতা খয়রন নেছার কনিষ্ঠ (ষষ্ঠ) সন্তান। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"