নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
নবাবগঞ্জের সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চবিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন
ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ৫০ বছর উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রাক্তন ছাত্রী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দুইদিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন গতকাল শনিবার সকাল থেকেই প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ক্যাম্পাস। কেউ ব্যস্ত সেলফিতে, কেউ আড্ডায় আবার অনেকে ব্যস্ত নাচ-গানে। চারপাশে কি হচ্ছে সেদিকে খেয়াল নেই কারো। দীর্ঘদিন পর প্রিয়জনদের সাথে প্রিয় প্রতিষ্ঠানে আসতে পেরে এভাবে উচ্ছ্সিত ছিলেন তারা। আবার অনেকেই প্রিয়জনকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। ক্ষণিকের জন্য ব্যস্ততা ভুলে তারা ফিরে গিয়েছেন স্কুল জীবনে। এমন দৃশ্য দেখা যায়সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে। শত ব্যস্ততার মাঝেও বন্ধুদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের এক নজর দেখতে ও প্রিয় প্রতিষ্ঠানের মাটির র্স্পৃশ পেতে পরিবার পরিজন নিয়ে এসেছে দূরদূরান্ত থেকে। এসময় নিজেদের মনের অভিব্যক্তি প্রকাশ করেন প্রাক্তন শিক্ষার্থীরা।
"