দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
দীঘিনালায় সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
খাগড়াছড়ি দীঘিনালায় সাম্প্রতিক সহিসংতা ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও আহতদের মাঝে চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্ত ও আহতদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ।
এসময় অন্যদের মধ্যে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনু রশীদ বলেন, ‘দীঘিনালায় অনাকাঙ্ক্ষিত সহিংসতায় সম্প্রতিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারের পক্ষ থেকে মানবিক সহযোগিতা হিসেবে নগত অর্থ ও চেক বিতরণ করা হয়েছে। সরকার পাহাড়ে সহিংসতা নিরসনে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।’
দীঘিনালায় সম্প্রতিক লারমা স্কোয়ার বাজারে সহিসংসতা ও অগ্নিকান্ডের ঘটনায় কয়েকটি গেল ১৯ অক্টোবর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৬৭ জনের মাঝে চেক প্রদান করা হয়।
"