প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩০ নভেম্বর, ২০২৪

ইসকন সংগঠন নিষিদ্ধের দাবি, দেশজুড়ে বিক্ষোভ

চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। এ ব্যাপারে কয়েকজন প্রতিনিধির পাঠানো খবর-

বাউফল (পটুয়াখালী) : কালাইয়া বন্দর তাওহীদি ছাত্র-জনতা’র ব্যানারে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে কালাইয়া ডাক বাংলো থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে সদর রোড,মার্চেন্ট পট্রি,হাইস্কুল রোড সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। এরপর এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,বাউফল সরকারি কলেজের শিক্ষার্থী ইমরান খান, সজীবসহ প্রমুখ।

নাটোর : নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ও ‘ছাত্র জনতা সমাজ’। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদরাসা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা এক সমাবেশ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন, সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ মীম, শিশির মাহামুদ, হাসিবুর রহমান, আব্দুলাহ আল রোমান প্রমুখ।

মোংলা (বাগেরহাট) : শুক্রবার জুমা বাদ মোংলা উপজেলার সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে উপজেলার বাজার জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হন বিক্ষোভকারীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে। বক্তারা আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন, বি এল এস জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও: রেজাউল করিম, হাফেজ মাও: মুফতি জাহিদুল ইসলাম সাদী, মাও: আব্দুর রহমান, মাও: আব্দুলাহ আল মারুফ, মাও: আব্দুল আজিজ নোমান, হাফেজ মাও: ইসমাইল বিন আব্দুল আজিজ, হাফেজ হুসাইন রাজু, হাফেজ রিয়াদুল ইসলাম সাকী প্রমুখ।

হাটহাজারী ( চট্টগ্রাম) : হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা। শুক্রবার জুমার নামাজের পর হাটহাজারী ডাকবাংলো চত্বর থেকে একুিট বিক্ষোভ মিছিল বের হয়। পরে একটি প্রতিবাদ সমাবেশ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা।

উপজেলা হেফাজতের সভাপতি মুফতি মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে, উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইসকন একটি আন্তর্জাতিক উগ্রপন্থী জঙ্গি সংগঠন। সরকারের প্রতি আমাদের দাবী, এ মুহূর্তে সংগঠনটিকে নিষিদ্ধ করা এবং আইনজীবী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করা।

বিক্ষোভ সমাবেশ শেষে তারা মিছিল করে ডাকবাংলো থেকে বাসস্ট্যান্ড, কলেজ গেইট হয়ে হাটহাজারী মাদরাসার সামনে এসে শেষ হয়।

এতে আরো বক্তব্য রাখেন মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, মাওলানা শফিউল আলম, নূর মোহাম্মদ, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মোরশেদ আলম, মাওলানা এডভোকেট মোহাম্মদ ইসমাইল, হাফেজ আমিনুল হক, মাওলানা জাহাঙ্গীর জাফরাবাদী, মাওলানা শাহজাহান হাবিবী, আবু তাহের রাজিব মাওলানা হাফেজ মহিউদ্দিন, মোঃ রাশেদ, মাওলানা ফোরকান আলী, মাওলানা হাফেজ সাইফুল ইসলাম, মাওঃ মোঃ জিয়াউল হক।

কালীগঞ্জ (গাজীপুর) : উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের হাতে চট্টগ্রামে তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শোকসভা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুম্মা কালীগঞ্জ আর.আর. এন. পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেসকে (ইসকন) জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দেয় স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বানও জানানো হয়। পাশাপাশি ইসকন নিষিদ্ধের দাবি করা হয়।

এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শরিফুল ইসলাম, মাহফুজুর রহমান, হাসিবুল হাসান রিমন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, যে কোন ধরনের উগ্রবাদই জঙ্গি। জঙ্গি লেবাস, বক্তব্যে হয় না; জঙ্গি হয় মননে, বিশ্বাস ও কর্মে। বাংলাদেশে যারাই উগ্রবাদী করবে তারাই জঙ্গি। আমাদের দেশে উগ্রবাদী হাতে প্রথম নিহত হলেন আলিফ। সরকার এখনো জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করেনি, বিচার শুরু করেনি। গ্রেফতার করলে আজকে চট্টগ্রামে নাসিরের লোকজন ইস্কনের সাথে মিলে ষড়যন্ত্র করতে পারত না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close