reporterঅনলাইন ডেস্ক
  ৩০ নভেম্বর, ২০২৪

অবৈধ সংযোগ বিচ্ছিন্নে সাশ্রয় ৪১ লাখ টাকা

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কাযক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নিবাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। গত মঙ্গলবার কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি শিল্প, একটি বাণিজ্যিক ও দুই হাজার ১৫০টি আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়েছে। ফলে দৈনিক ৮৫ লাখ ৩৬ হাজার ৬২৫ ঘনফুট গ্যাস সাশ্রয় হযেছে, যার মূল্য প্রায় ৪০ লাখ ৮৯ হাজার টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close