বগুড়া প্রতিনিধি

  ৩০ নভেম্বর, ২০২৪

বগুড়ায় লেখক চক্রের কবি সম্মেলন শুরু

বগুড়ায় দেড় শতাধিক কবিদের অংশগ্রহনে দু’দিনব্যাপী কবি সম্মেলন শুরু হয়েছে। বগুড়া লেখক চক্রের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল সোয়া ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করেন সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন এখন আর বগুড়ার নয়, এটি সারাদেশের কবিদের অনুষ্ঠান। প্রতিবছর এই কবি সম্মেলন মানুষের মাঝে সম্প্রতি ও ভালবাসা ছড়িয়ে দেয়। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সংগঠন। বাংলাদেশের কবিদের লেখা এখন সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। বগুড়া লেখক চক্রের উপদেষ্টা গবেষক অধ্যক্ষ ড. বেলাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জাকির হোসেন, গাবতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন, প্রগ্রেস শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাচিক শিল্পী অলক পাল। বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক জানান, সারাদেশ থেকে এবার দেড় শতাধিক কবি অংশ নিয়েছেন এই কবি সম্মেলন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close