নিজস্ব প্রতিবেদক

  ২৯ নভেম্বর, ২০২৪

নোয়াখালীতে ২ অস্ত্র কারবারি আটক

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১টি আগ্নেয়াস্ত্র, ১টি কার্তুজ ও ৪টি রকেট ফ্লেয়ারসহ ২ জন অস্ত্রকারবারী আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন তমরুদ্দি বাজার সংলগ্ন লোহার পুল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১টি কার্তুজ, ৪টি রকেট ফ্লেয়ার এবং ৩টি মোবাইলসহ অস্ত্রকারবারী ওসমান গণি ও তার সহযোগী শাহেদকে আটক করা হয়। তিনি আরও বলেন, আটকদের জব্দ করা সকল আলামতসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close