ইবি প্রতিনিধি
২৭ নভেম্বর, ২০২৪
ইবিতে ডিজিটাল সিটিজেন চার্টার উদ্বোধন
শিক্ষার্থীদের সুবিধার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল সিটিজেন চার্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এই চার্টার উদ্বোধন করেন। এই চার্টারের মাধ্যমে শিক্ষার্থীরা কি কি সেবা পাবেন, দপ্তরগুলোর কাজ কি ও বিশ্ববিদ্যালয়ের কোথায় কোন ভবন অবস্থিত ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন ।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই ডিজিটাল চার্টারের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ে ডিজিটালাইজেশনের সূচনা করছি। আমরা আধুনিক যুগে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করব।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন