লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৭ নভেম্বর, ২০২৪

আমিরাবাদ চেরি গ্রামার স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়ার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান আমিরাবাদ চেরি গ্রামার স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার স্কুলের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

আমিরাবাদ চেরি গ্রামার স্কুলের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ডা. জালাল আহমদের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন স্কুলের সভাপতি, আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার ইংরেজি বিভাগের অধ্যাপক কুতুব উদ্দিন বাবর। স্কুলের প্রধান শিক্ষক মাঈনুদ্দিন ও সাইমুন সুলতানা রুথীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছ, হাসেম পার্কের স্বত্বাধিকারী আবুল হাসেম, প্রতিদিনের সংবাদ লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক রায়হান সিকদার, শিল্পী নাছির মাহমুদ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, মেধা তালিকায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী, অভিভাবক-অভিভাবিকারা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close