বাকৃবি প্রতিনিধি

  ২৭ নভেম্বর, ২০২৪

বাকৃবিতে ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদে প্রথমবারের মত ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওই অনুষদের গ্যালারিতে ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

জানা যায়, আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া ইন্টার্নশিপ প্রোগ্রামের আওতায় অনুষদের ১১১ জন শিক্ষার্থী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই), পল¬ী উন্নয়ন একাডেমী (আরডিএ), বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার (বিনা), বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বিএআরডি), কৃষি বিপণন বিভাগ (ডিএএম), সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ (এসএএফ বাংলাদেশ), সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি), বাংলাদেশ কৃষি ব্যাংক (পিএলসি), যমুনা ব্যাংক (পিএলসি), পূবালী ব্যাংক (পিএলসি), বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) সহ মোট ১২ টি স্থানে অংশগ্রহণ করবেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা যে নোটবুক পেয়েছে তাতে যেন তারা পুরো জার্নির সকল কিছু লিপিবদ্ধ করে রাখে। তাছাড়া ইন্টার্নশিপ প্রোগ্রাম পরবর্তী মূল্যায়ন হওয়া উচিত, যাতে পরবর্তীতে এই ইন্টার্নশিপ প্রোগ্রামের কার্যপ্রক্রিয়া গুলো আরো উন্নত করা যায়। শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের জন্য এ ধরনের ইন্টার্নশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি তাঁদের শিক্ষাজীবনের পাশাপাশি কর্মজীবনেও দক্ষতা বৃদ্ধি করবে। ইন্টার্নশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close