ডিআইইউ প্রতিনিধি
২৬ নভেম্বর, ২০২৪
‘নবান্নে বাঙালিয়ানা’ উৎসবে ডিআইইউয়ের কালচারাল ক্লাব
বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপন করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইন্টার-ইউনিভার্সিটি কম্পিটিশন উৎসব ‘নবান্নে বাঙালিয়ানা’। এই মনোমুগ্ধকর উৎসবে অংশগ্রহণ করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) কালচারাল ক্লাব, যা পুরো অনুষ্ঠানে এক অনন্য মাত্রা যোগ করে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়টির চেঞ্জ টুগেদার ক্লাবের আয়োজনে স্বাধীনতা সম্মেলন কেন্দ্র অডিটরিয়ামে বিভিন্ন ৮টি বিশ্ববিদ্যালয়ের স্বতঃস্ফূভাবে অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) কালচারাল ক্লাবের সদস্যরা নিজেদের নাচ, গান এবং বিভিন্ন নাটকের মাধ্যমে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের গভীরতা তুলে ধরেন এবং দর্শক ও বিচারকদেরও মুগ্ধ করেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন