বাকৃবি প্রতিনিধি

  ২৬ নভেম্বর, ২০২৪

বাকৃবির নতুন ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক জয়নাল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন ডিন পরিষদের আহ্বায়ক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং ফার্ম স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন এ বিষয়টি নিশ্চিত করেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশনামায় উলে¬খ করা হয়, ‘এ বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন-কে ডিন হিসেবে তাঁর কার্যকালের অবশিষ্ট সময়কাল কৃষি অনুষদের ডিন ও ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানীর স্থলে ২৪ নভেম্বর তারিখ হতে ডিন পরিষদের আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হলো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close