ডিআইইউ প্রতিনিধি
২৫ নভেম্বর, ২০২৪
আইইউটির তিন শিক্ষার্থীর মৃত্যুতে ডিআইইউয়ে দোয়া
ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়টির নতুন এবং পুরাতন ভবনের ক্যাফেটেরিয়াতে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় তিনজন শিক্ষার্থীর জন্য গভীর সমবেদনা প্রকাশ করা হয় এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানো হয়। পরে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং সকল শিক্ষার্থীর নিরাপদ ভবিষ্যতের জন্য দোয়া করা হয়। শিক্ষার্থীরা বলেন, এই মর্মান্তিক ঘটনা পুরো শিক্ষাজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। সকলেই মহান আল্লাহর কাছে তাদের জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন