বাকৃবি প্রতিনিধি
বাকৃবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধি দলেন সাক্ষাৎ
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাইকার নিরাপদ ও পুষ্টিকর চাল প্রকল্পের প্রধান উপদেষ্টা ড. তাকেহিরো কামিয়ার নেতৃত্বে জাইকার একটি প্রতিনিধি দল ওই সাক্ষাতে অংশগ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জাইকার নিরাপদ ও পুষ্টিকর চাল প্রকল্পের বিশেষজ্ঞ কেন নাকামুরা, ড. কাওরি মাতসুওকা, জাইকা বাংলাদেশের নিরাপদ ও পুষ্টিকর চাল প্রকল্পের সমন্বয়কারী গোরো নিশিমোতো, বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হোসেন সুমন এবং একই বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। এসময় বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া জাইকা টিমকে বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত একাডেমিক ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং পরবর্তী যেকোনো প্রচেষ্টায় বাকৃবি সব ধরনের সহায়তা প্রদান করবে বলে জানান।
বৈঠকে জাইকার অর্থায়নে টেকসই উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা অংশীদারিত্ব প্রকল্প বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।
"