রাবি প্রতিনিধি
২৫ নভেম্বর, ২০২৪
রাবির রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিযুক্ত হয়েছেন আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব তাঁকে এ পদে নিযুক্ত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধ্যাপক মাসউদ ১৯৯৭ সালে রাবির আরবি বিভাগ থেকে স্নাতক ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর পাশ করেন। এরপর তিনি ২০০৪ সালে একই বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। পরে ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ২০০৮ সালে রাবি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর ৪২টির অধিক প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন