সেনাবাহিনী অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা সমাপ্ত
রংপুর সেনানিবাসে গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনী অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৪-এর সমাপনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ দলগুলোর মহড়া দেখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া।
প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশন রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এ ছাড়া প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনের মাধ্যমে ইউপি ল্যান্স করপোরাল মো. মাসুদ হাসান, ৫৫ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ প্রতিযোগী এবং ইউপি ল্যান্স করপোরাল মো. সেলিম মিয়া, ৩৩ পদাতিক ডিভিশন দ্বিতীয় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে সেনাসদর ও রংপুর অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, জেসিও, অন্যান্য পদবির সৈনিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, প্রশিক্ষণের মান উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে বলে আশা করা যায়। আইএসপিআর।
"