থার্ড টার্মিনাল নিয়ে বিমানের প্রস্তুতি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের এয়ারপোর্টগুলোয় গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে আসছে। গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার ক্ষেত্রে বিমানের রয়েছে সুদীর্ঘ ৫২ বছরের অভিজ্ঞতা। এ দীর্ঘ অগ্রযাত্রায় সক্ষমতা বেড়েছে বহুগুণ। পাশাপাশি অর্জন করেছে দেশি-বিদেশি স্বীকৃতি। গ্রাউন্ড হ্যান্ডলিং খাতের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে সম্প্রতি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন থেকে বিমান IATA Safety Audit for Ground Operations (ISAGO) সনদ অর্জন করেছে। পাশাপাশি যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নে কার্গো রপ্তানির জন্য কার্গো হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে RA3 সনদ লাভ করেছে। এ ছাড়া বিমানের রয়েছে IOSA সনদ এবং CAAB-এর অনুমোদন। সম্প্রতি বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা উন্নয়নে ২০২৩-২৪ মেয়াদে জাপানের JICA-এর সহযোগিতায় একটি প্রজেক্ট গ্রহণ করা হয়। এর মাধ্যমে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম আপগ্রেডেশনসহ জিএসই, র্যাম্প ও কার্গো শাখার কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিসের মান বৃদ্ধি ও আধুনিকায়নের ব্যবস্থা গৃহীত হয়েছে।
থার্ড টার্মিনালকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। জনবল নিয়োগ ও প্রশিক্ষণের পাশাপাশি নতুন নতুন ইকুইপমেন্ট ক্রয় করা হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু ইকুইপমেন্ট বিমানের জিএসই বহরে যুক্ত হয়েছে। এ ছাড়া কয়েক মাসের মধ্যে পুশব্যাক টো ট্রাকটর, এয়ার স্টার্ট ইউনিট, কনটেইনার প্যালেট ইউনিট, এম্বুলিফট, প্যাসেঞ্জার স্টেপ, বেল্ট লোডার, কন্টেইনার প্যালেট ট্রান্সপোর্টার, কনটেইনার প্যালেট লোডার, ওয়াটার কার্ট, ফ্লাশ কার্টসহ এ ধরনের প্রায় ৭০টি ইকুইপমেন্ট বিমানের জিএসই বহরে যুক্ত হবে। এ ছাড়া এয়ারপোর্ট সার্ভিস, জিএসই’সহ বিভিন্ন শাখায় দক্ষ জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে।
গত বছর ২০২৩ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশে শিডিউল ফ্লাইট পরিচালনাকারী ৩৫টি বিদেশি এয়ারলাইন্স ও ১২ টি নন-শিডিউল বিদেশি এয়ারলাইন্সসহ ৫৭ হাজার ৩৫০টি ফ্লাইটের ৯২ লাখ ১ হাজার ৯৪২ যাত্রীকে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস দিচ্ছে এবং ২ কোটি ৩০ লাখ ব্যাগেজ হ্যান্ডেল করেছে। সংবাদ বিজ্ঞপ্তি
"