অনলাইন ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৪
বরগুনায় গাঁজাসহ মাদক কারবারি আটক
বরগুনার পাথরঘাটায় ২ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া এলাকার মেইন রোডে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ ইমনকে আটক করা হয়। আটক মাদক কারবারী নাচনাপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ বাঁশতলা এলাকার বাসিন্দা। আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সকল আলামতসহ আটক মাদক ব্যবসায়ীকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন