reporterঅনলাইন ডেস্ক
  ১৪ নভেম্বর, ২০২৪

গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের জন্য তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর, ফতুল্লা, চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়নগঞ্জ, সাভার, কালিয়াকৈর, চন্দ্রা, জয়দেবপুর, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, আশুলিয়া, সাভার, ভালুকা, ময়মনসিংহ ও মেঘনাঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ১১ নভেম্বর ধানমন্ডি, নারায়নগঞ্জ, ও গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১টি শিল্প ও ৩৬১টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর হতে ১১ নভেম্বর পর্যন্ত অভিযান পরিচালনা করে ৯৮টি শিল্প, ৫৬টি বাণিজ্যিক ও ৭২১২টি আবাসিকসহ মোট ৭,৩৬৬টি অবৈধ গ্যাস সংযোগ ও ২০,৭২৩টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ৫৫,৩২,৮০৯ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ২৫.৫০ লক্ষ টাকা। এছাড়া, ওই অভিযানসমূহে ৪৪ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close