reporterঅনলাইন ডেস্ক
  ১১ নভেম্বর, ২০২৪

বনশিল্প উন্নয়ন করপোরেশনের মাঠপর্যায়ে পরিদর্শন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে Natural Resources (বাঁশ, বেত, রাবার/রাবার কাঠ প্রভৃতি) দিয়ে Product diversification করে Small scale based factory/Alternative Plants স্থাপনে প্রাক-সম্ভাব্য যাচাইয়ের জন্য বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের মাঠপর্যায়ে গত ৮ নভেম্বর বেলা ১১টায় বিএফআইডিসি, কালুরঘাট কমপ্লেক্স ও ইকোভ্যালি, চট্টগ্রাম সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. মো. আকতার হোসেন, মাহফুজ এ রাসেল, ফাউন্ডার এবং পরিচালক, পিটাছড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ড. মো. মাহবুবুর রহমান, মুখ্য গবেষণা কর্মকর্তা (বনজসম্পদ উইং), বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম, মোহাম্মদ আনিসুর রহমান, বিভাগীয় কর্মকর্তা, কাষ্ঠ সংরক্ষণ বিভাগ, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, মোছাম্মৎ নাছিমা আখতার, মহাব্যবস্থাপক (রাবার), সদর দপ্তর, ঢাকা, এএ এম শাহজাহান সরকার, মহাব্যবস্থাপক, রাবার বিভাগ, জোন দপ্তর, চট্টগ্রাম, চট্টগ্রামের শিল্প ইউনিটসমূহের প্রধান এবং বিএফআইডিসির অন্য কর্মকর্তারাউপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে দুপুর ২টায় রাবার বিভাগ, চট্টগ্রাম জোন, চট্টগ্রামের সভাকক্ষে করপোরেশনের চেয়ারম্যানের (অতিরিক্ত সচিব) সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষজ্ঞরা বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন। তা ছাড়া, দীর্ঘ মেয়াদে বাঁশ থেকে আসবাবপত্র তৈরির লক্ষ্যে সম্ভাব্য যাচাইয়ের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। একই সঙ্গে পরিবেশবান্ধব গৃহস্থালি তৈজসপত্র তৈরির লক্ষ্যে সম্ভাব্য যাচাই করার জন্যও একটি কমিটি গঠন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close