নিজস্ব প্রতিবেদক

  ১০ নভেম্বর, ২০২৪

খুলনায় পাইপ গানসহ আটক ১

কোস্টগার্ডের অভিযান

খুলনার দাকোপে কোস্টগার্ডের অভিযানে ১ টি দেশীয় ওয়ান শুটার পাইপ গানসহ ১ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, কোস্টগার্ড পশ্চিম জোন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে খুলনা জেলার দাকোপ থানাধীন ঠাকুরবাড়ি খেয়া ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. ইসমাইল শেখকে ১ টি দেশীয় ওয়ান শুটার পাইপ গানসহ আটক করা হয়। উক্ত ব্যক্তির বিরুদ্ধে রামপাল থানায় ২টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানা যায়। তিনি আরও বলেন, জব্দকৃত দেশীয় ওয়ান শুটার পাইপ গান ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close