রংপুর ব্যুরো
রসিকের অস্থায়ী কর্মচারীদের স্থায়ী নিয়োগ দাবিতে মানববন্ধন
রংপুর সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামো অনুমোদনসহ সকল অস্থায়ী মাষ্টাররোল, চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরী কর্মচারীদের চাকুরী স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল শনিবার বিকেলে রংপুর সিটি কর্পোরেশন চত্বরে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১২ সালের ২৮ জুন রংপুর পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হয়। যার আয়তন ২০৫.৭০ বর্গ কিঃমিঃ এবং জনসংখ্যা প্রায় ১০ লাখ। যা বাংলাদেশের ২য় বৃহত্তম সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পরপরই সাংগঠনিক কাঠামোতে ৫০৭ টি পদ সৃজনের প্রস্তাব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠানো হয়।
সংবাদ সম্মেলন শেষে রংপুর সিটি কর্পোরেশনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ‘রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ঐক্য পরিষদ এর সভাপতি মোঃ রবিউল ইসলাম সুমন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ আলম, সহ-সভাপতি শিহাব উল করিম, আরিফুল ইসলাম, যূগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হাসান বিপু, হাসান রাহি, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমেদ সৌধ, মাশিকুজ্জামান মাসুদ, সালাহ উদ্দিন সজিব, অর্থ সম্পাদক ওয়াসি উদ্দিন ও জাকির হোসেন বিদ্যুৎ, দপ্তর সম্পাদক নুর আলম মিয়া, এ.এস.এম ফজলে রাব্বী, প্রচার ও গণসংযোগ সম্পাদক রেজোয়ান কবীর, শাহ আলম, আইন বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক মিফতাহুল জান্নাত, শামীমা আক্তার, কারিগরি ও গবেষনা বিষয়ক সম্পাদক সোহেল রানা, জাহিদুল ইসলাম জেপলিন, ধর্ম.সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ওয়াহেদুজ্জামান, আরিফুল ইসলাম জুয়েল, মাহফুজুর রহমান,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহমুদুল ইসলাম মামুন, গোলাম রসুল বিলাসসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় গণজাগরণে আত্মদানকারী প্রত্যেক শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা বক্তারা বলেন, আমাদের এই গণঅভ্যুত্থানের সময় অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
"