মাগুরা প্রতিনিধি

  ১০ নভেম্বর, ২০২৪

মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নী উৎসব

দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে আরম্ভর পূর্ণ কাত্যায়নী উৎসব। দুর্গা পূজার ঠিক এক মাস পর দুর্গা প্রতিমার আদলেই প্রতিমা তৈরি করে প্রতি বছর কাত্যায়নী পূজা পালন করে আসছে এ এলাকার মানুষ। মূলত দুর্গা পূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও মাগুরায় এক্ষেত্রে ব্যতিক্রম। মাগুরায় কাত্যায়নী পূজাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করে আসছেন এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ। এ উপলক্ষে লাখো মানুষের ঢল নামে মাগুরায়। এ জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসবের ঐতিহ্য প্রায় শত বছরের পুরনো। পাঁচ দিনব্যাপী এই পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি বিভিন্ন মন্দিরে চলবে মাসব্যাপী মেলা। পূজা অনুষ্ঠানের পাশাপাশি এ উপলক্ষে ব্যতিক্রমী সব ডেকোরেশন দর্শনার্থীদের মুগ্ধ করে। গোটা শহর বর্ণিল রঙে সেজেছে। প্রতিমা, গেট, প্যান্ডেল, নয়নাভিরাম আলোকসজ্জা ও ডিসপ্লের আয়োজন করা হয়েছে। এ বছরের কাপড় ও শোলার কাজের পাশাপাশি ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে নানা রকম আলোকসজ্জা দর্শকদের আকৃষ্ট করছে। ইতিমধ্যে জেলা প্রশাসন ও

সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান এ এফ ডব্লিউ সি, পিএসসি ও ১৪ ইস্টবেঙ্গল রেজিমেন্টের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এম এম জিল্লুর রহমান। মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে পূজা মন্দিরের ভাব গাম্ভীর্য ও নিরাপত্তা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ বছর জেলায় ৭৫টি মণ্ডপে শ্রী শ্রী কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহ্যবাহী এ উৎসবকে ঘিরে দেশ-বিদেশের লাখ লাখ দর্শনার্থীর পদচারণায় মুখরিত হচ্ছে মাগুরা। পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা গত বৃহস্পতিবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। উৎসব শেষ হবে ১১ নভেম্বর সোমবার দশমী বিসর্জনের মধ্যে দিয়ে। কাত্যায়নি মেলায় অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে শিশুদের বিনোদনের আয়োজন করা হয়েছে। সিরামিক, আসবাবপত্র, ড্রেস, শিশুদের খেলনা, কসমেটিক, চটপটি-ফুচকা, আচার, জিলাপি ও মিষ্টি সহ রয়েছে ভিন্ন ভিন্ন খাবারের রকমারি স্টল। সন্ধ্যা থেকে শুরু হয়ে প্রতিটি প্যান্ডেলে আলোকসজ্জা চলবে রাতভর। নিজনান্দুয়ালীর নিতাই গৌর গোপাল সেবাশ্রম, নতুন বাজার সাহাপাড়া, ছানাবাবুর বটতলা, জামরুলতলা পূজা মন্ডপ, নতুন বাজার স্মৃতি সংঘ, তাঁতী পাড়া ও সাতদোহা সহ শহরের বিভিন্ন পূজা প্যান্ডেলের এই আকর্ষণীয় আলোকসজ্জা দেখতে দেশি-বিদেশি ভক্ত দর্শকরা দলে দলে আসছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close