জামালপুর প্রতিনিধি
জনস্বাস্থ্য অধিদপ্তরের ১২ প্রকল্প
পাল্টে যাবে জামালপুরের চিত্র
জামালপুর জেলায় জনস্বাস্থ্য অধিদপ্তরের ১২টি প্রকল্পে ৩৫০ পকাটি টাকা বরাদ্ধের কাজ পুরোটা সম্পন্ন হলে পাল্টে যাবে জামালপুর জেলার চিত্র।
জামালপুর জনস্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ২০২০-২১ অর্থবছর থেকে চলমান অর্থ বছর পর্যন্ত সারা দেশের নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে জামালপুর জেলায় সাবমারসিবল পাম্পযুক্ত গভীর নলকূপ ১৫৬০টি ও অগভীর নলকূপ ৯৬২টি এবং কমিউনিটি বেইজড ওয়াটার সাপ্লাই স্কিম ৩২৯টিতে ৮৩ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার টাকা বরাদ্দ পায়। এছাড়া ভূমিহীন, গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের পানি সরবরাহ প্রকল্পের সাত উপজেলায় ৬৩৯টি অগভীর নলকূপে ৩ কোটি ৩৫ লাখ ২৪ হাজার টাকা, জিপিএস উন্নয়ন প্রকল্পের ১০৭টি ওয়াশ ব্লক নির্মাণে ১৭ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার টাকা ও ১৬১টি পানির উৎস স্থাপনে ২ কোটি ৯৭ লাখ ৯৫ হাজার টাকা, এনএনসিপিএস উন্নয়ন প্রকল্পের ৯২টি ওয়াশ ব্লক নির্মাণে ১২ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার টাকা, ১৬১টি পানির উৎস স্থাপন এ ২ কোটি ৯৭ লাখ ৯৫ হাজার টাকা, পিইডিপি উনন্নয়ন প্রকল্পের ৪৮৪ টি ওয়াশ ব্লকে ৮৪ কোটি ৭০ লাখ টাকা, ৮০০টি পানির উৎস স্থাপনে ১৫ কোটি ৬৮ লাখ টাকা, রাজস্ব বাজেটের আওতায় পাম্পযুক্ত অগভীর নলকূপে ৪৭ হাজার টাকা, পানির গুনগতমান পরীক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের ১ টি ল্যাবরেটরী ভবন নির্মাণ কাজে ৫৩ লাখ ৭৮ হাজার টাকা,মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ,স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি শীর্ষক প্রকল্পের ১৬ টি হ্যান্ড ওয়াশি ষ্টেশন ও ৩৬ টি স্যানিটেশন হাজিন ফেসিলিটিস এবং ২৮ টি সাবমাসে ১০ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার টাকা,৯৬টি কমিউনিটি বেইজ ওয়াটার সাপ্লাই স্কিম ১৬ কোটি ৭১ লাখ ৫৯ হাজার টাকা, ৩১ টি মূল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমে ৫ কোটি ৫১ লাখ টাকা,সরিষাবাড়ী, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলায় ৪টি লার্জ পাইপম ওয়াটার সাপ্লাই স্কিমে ২৪ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ করা হয়েছে।
জামালপুর অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে ৪ টি পরীক্ষা মুলক নলকূপ স্থাপনে ৩ লাখ ৮ হাজার টাকা,২ টি উৎপাদক নলকূপ ও৪ টি পরীক্ষামূলক নলকূপ এবং ইলেক্ট্রোমেকানিক্যাল সহ পাম্প হাউজ নির্মাণে ১ কোটি ৩৪ লাখ টাকা,৩ হাজার ঘনমিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ভূ-গর্ভস্থ জলাধার নির্মাণে ৫ কোটি ৬৫ লাখ ৫ হাজার টাকা, ৮ টি পরীক্ষামুলক নলকূপ, ৪ টি উৎপাদক নলকূপ,৪ টি পাম্প হাউজ, ৪ টি বাউন্ডারী ওয়াল, ৪ টি সাবমারসিবল পাম্প সহ অন্যান্য যন্ত্রপাতি কাজে ২ কোটি ৫৫ লাখ ৪৮ হাজার টাকা,২.৪ কিমি ট্রান্সমিশন পাইপ লাইন স্থাপনে ১ কোটি ৩২ লাখ ৫ হাজার টাকা,৬,২ কিমি সারফেস ড্রেন নির্মাণ কাজে ১০ কোটি ৯০ লাখ ১৮ হাজার টাকা,১ টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ কাজে ২১কোটি ২৮ লাখ ৫২ হাজার টাকা,৪০০ মি সারফেয ড্রেন ওয়ালকওয়ে নির্মাণে ১ কোটি ১১ লাখ টাকার কাজসহ জেলার কয়েকটি পৌরসভার কাজ চলমান রয়েছে।উন্নয়ন কাজগুলোর পুরোটা সম্পন্ন হলে পাল্টে যাবে জামালপুর জেলার চিত্র।
জামালপুর জনস্বাস্থ্য অধিদপ্তরের এডমিন মো: জাহাঙ্গীর কবীর বলেন,জনস্বাস্থ্য অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদের যোগদানের পর ১২ টি উন্নয়ন প্রকল্পে ৩৫০ কোটি টাকা বরাদ্দ পেয়ে কাজের অধিকাংশ সম্পন্ন করেছে।
এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ বলেন,উন্নয়ন প্রকল্পের পুরোকাজ এখনো শেষ হয়নি। কাজগুলো শেষ করতে পারলে জামালপুর জেলার জন্য কিছুটা হলেও করতে পারলাম।
"