reporterঅনলাইন ডেস্ক
  ০৬ নভেম্বর, ২০২৪

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মতবিনিময় সভা

রাজধানীর মিরপুরে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের রেক্টর পদে প্রফেসর তরুণ কান্তি বড়ুয়ার পুনঃযোগদান উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিশেষ মতবিনিময় সভা। শিক্ষার মানোন্নয়নে কর্মপরিকল্পনা, বাস্তবায়ন ও গুণগত মানের শিক্ষা প্রদানের নানাবিধ দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় সভায় প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া কথা বলেন কলেজের শিক্ষকদের সঙ্গে। গত সোমবার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথের। সভায় অংশগ্রহণ করেন কলেজের অধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি অধ্যাপক জাকিদুল ইসলাম ও প্রভাষক মুস্তাকিয়া মাহমুদা। প্রভাষক কৌষিক চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় রেক্টর পদে নিযুক্ত তরুণ কান্তি বড়ুয়ার বর্ণাঢ্য শিক্ষকতা জীবন ও তার সৃজনশীল কর্মের নানান বিষয় নিয়ে আলোকপাত করেন মতবিনিময় সভার সম্মানিত অতিথি ভেন. প্রজ্ঞানন্দ মহাথের। শিক্ষকদের সঙ্গে মতবিনিময় কালে রেক্টর পদে নিযুক্ত তরুণ কান্তি বড়ুয়া তার দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার আলোকে নীতি নির্ধারণী ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close