নিজস্ব প্রতিবেদক
০৫ নভেম্বর, ২০২৪
কোস্টগার্ডের অভিযান
ভোলায় বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ সদস্য আটক
ভোলায় দুর্ধর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ জন সক্রিয় সদস্যকে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ টি তাজা কার্তুজ ও ৪ টি দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে ভোলা জেলার সদর উপজেলাধীন ৫ নং বাপ্তা ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ টি কার্তুজ ও ৪টি দেশীয় অস্ত্রসহ (ছুরি ৩ টি ও চাপাতি ১ টি) ৪ জন দুর্র্ধষ সন্ত্রাসী মোঃ বেলায়েত হোসেন, শেখ ফরিদ, মোঃ কামাল এবং মোঃ আল আমিনকে আটক করা হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন