টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ০৫ নভেম্বর, ২০২৪

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযান

ছাদ থেকে লাফিয়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে জাভান আবাসিক হোটেলে যৌথবাহিনী অভিযান পরিচালনার সময় হোটেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে মিজানুর রহমান মিল্টন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোর ৪টায় টিএনটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান মিল্টন (৫০) গোপালগঞ্জ জেলা সদরের মোছরা গ্রামের আব্দুল মোতালেব খানের ছেলে। মিল্টন সাবেক সেনা সদস্য বলে জানা গেছে। পুলিশ জানায়, ভোর আনুমানিক ৪টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি এলাকায় জাভান হোটেলের ৫তলা থেকে মো. মিল্টন পাশের একটি তিন তলা ভবনের ছাদে নামে। ওই তিন তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে ইলেকট্রিক তারের ওপরে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই নেওয়াজ বলেন, আমার ভাই সেনাবাহিনীর সাবেক সদস্য (অবসরপ্রাপ্ত)। তিনি ঢাকার হাতিরঝিল এলাকায় বসবাস করেন। টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাভান হোটেল থেকে ভয়ে লাফ দিয়েছে বলে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close