নিজস্ব প্রতিবেদক

  ০৪ নভেম্বর, ২০২৪

কোস্টগার্ডের অভিযান

নিষিদ্ধ জালসহ ৭৮ জেলে আটক

বরিশালের হিজলায় মেঘনা নদীতে ‘‘মা ইলিশ সংরক্ষণ”অভিযানে ৩০ লাখ মিটার নিষিদ্ধ জাল,৭ টি কাঠের বোট ও ৫০ কেজি ইলিশ মাছসহ ৭৮ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল রবিবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। 

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হিজলা কর্তৃক বরিশাল জেলার হিজলা উপজেলাধীন মেঘনা নদী ও তৎসংলগ্ন এলাকায় মৎস্য বিভাগ ও নৌ পুলিশ এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ৩০ লাখ মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল, ৭ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ৫০ কেজি মা ইলিশসহ ৭৮ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দ করা জাল উপ-প্রকল্প পরিচালক ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, ঢাকা, জনাব মুহাম্মাদ নাসির উদ্দীন এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। আটক ৭৮ জন জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সহকারি কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, হিজলা এর নিকট হস্তান্তর করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close