শাবিপ্রবি প্রতিনিধি

  ০৪ নভেম্বর, ২০২৪

শাবিপ্রবিতে নবীনবরণ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনরণ হয়েছে ।

গতকাল রবিবার দুইধাপে বরণ করে নেওয়া হয় নবীন শিক্ষার্থীদের। এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিজ্ঞান অনুষদগুলোর অধীন শিক্ষার্থীদের এবং দুপুর আড়াইটায় সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

দুই ধাপের নবীনবরণ অনুষ্ঠানের প্রথমেই কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর জুলাই বিপ¬বে শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন শেষে উপস্থিত সকলে দাঁড়িয়ে সমস্বরে জাতীয় সঙ্গীত গান। এরপর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য নিয়ে আসেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close