reporterঅনলাইন ডেস্ক
  ০৩ নভেম্বর, ২০২৪

বিশ্ব খাদ্য দিবস

দিনাজপুরে নিউট্রিশন ক্যাম্পেইন

বিশ্ব খাদ্য দিবস ২০২৪ উপলক্ষে আন্তর্জাতিক সংস্থা ইফাদ এবং বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত ডাইভার্সিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইমপ্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইনস) প্রকল্পের কারিগরী সহযোগী গ্লোবাল এলায়ন্সে ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে দিনাজপুর সদর উপজলো চত্বরে গত বৃহস্পতিবার একটি নিউট্রিশন ক্যাম্পইন এর আয়োজন করা হয়। কৃষকদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে উক্ত ক্যাম্পেইনে বীরগঞ্জ, বিরল, চিরিরবন্দর এবং দিনাজপুর সদর উপজেলা থেকে ৩০০ জন কৃষক এবং কৃষাণী অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি, পুষ্টি বার্তা সম্মলিত মঞ্চ নাটক উপস্থাপন, পুষ্টি গান, স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পদ্ধতিতে রন্ধন প্রণালি প্রদর্শন এবং কুইজ আয়োজনের মাধ্যমে কৃষক-কৃষাণীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়। এ দিনাজপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান, দিনাজপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ জাফর ইকবাল, রেইন্স প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক, উপ-প্রকল্প পরিচালক মো. হাবিবুর রহমান, এসএসিপি রেইন্স প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, হাজি দানেশ মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আনোয়ারা আখতার খাতুন, দিনাজপুর সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান এবং বিরল, বীরগঞ্জ, চিরিরবন্দর উপজেলার উপজেলা কৃষি অফিসার ও গেইনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close