প্রতিদিনের সংবাদ ডেস্ক
জাতীয় সমবায় দিবস পালিত
সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গতকাল শনিবার ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, শ্রেষ্ঠ সমবায় সমিতি, সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর
খুলনা : খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম। জেলা প্রশাসনের সহযোগিতায় খুলনা সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সমবায়ী মোঃ হারুন অর রশিদ, ও সুরাইয়া খান বক্তৃতা করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজশাহী : রাজশাহী নগরীতে আয়োজিত ৫৩তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠান হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে নগরীর গভ: ল্যাবরেটরি হাইস্কুল মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
রংপুর: রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগের যুগ্ম নিবন্ধক মৃনাল কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এ সময় বক্তব্য দেন সিডিসি টাউন ফেডারেশন মহিলা সমিতির জোসনা বেগম, কান্ডারি বহুমুখী সমবায় সমিতির সহ সভাপতি, মেডিকেল মোড় ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মুহাম্মদ মাহমুদ ইলাহী বিপ¬ব সহ অন্যান্য সমবায় সমিতির সদস্যরা।
পটুয়াখালী : পটুয়াখালীতে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আলোচনা সভায় জেলা সমবায় কর্মকর্তা সুস্মিতা গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জুয়েল রানা।
জামালপুর : জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করেন জেলা প্রশাসন ও সমবায় বিভাগ।
এতে জামালপুরের জেলা সমবায় কর্মকর্তা আ: হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান। অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার।
ধর্মপাশা(সুনামগঞ্জ): সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার শরীফ আহম্মদ এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ ফারুক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন।
মান্দা (নওগাঁ) : নওগাঁর মান্দায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বণিক সমবায় সমিতির সভাপতি আখতারুজ্জামানের সঞ্চালনায় ও উপজেলা সমবায় অফিসার আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা সমবায় কর্মকর্তা বিধু ভূষন রায়ের সভাপতিত্বে সহকারী সমবায় কর্মকর্তা সুমন চৌধুরীর সঞ্চালণায় এতে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আলতাফ হোসেন, প্রগতি সমবায় সমিতির সভাপতি হযরত আলী প্রমুখ।
মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় অফিসার মো: মিজানুর রশিদ এর সভাপতিত্বে ও মো: আব্দুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট এর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার।
ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিং ফুলপুরে জাতীয় সমবায় দিবস পালনে র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় অফিসার মির্জা রাশিদ আহাম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, ফুলপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সেলিম প্রমুখ।
"