reporterঅনলাইন ডেস্ক
  ৩০ অক্টোবর, ২০২৪

আর্থসামাজিক উন্নয়নে নিরবচ্ছিন্ন ভূমিকা রাখছে ভিডিপি

স্বেচ্ছাসেবী কর্মসূচি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) দেশের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে আর্থসামাজিক উন্নয়নে অব্যাহতভাবে অবদান রেখে আসছে। ভিডিপি গঠনের মূল উদ্দেশ্য ছিল গ্রামভিত্তিক স্বনির্ভর সমাজ প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন, এবং জননিরাপত্তায় স্বেচ্ছাসেবী হিসেবে ভূমিকা রাখা। ১৯৭৬ সালে গঠিত হওয়া এ

বাহিনী, ১৯৯৫ সালের ভিডিপি আইনের মাধ্যমে একটি সুশৃঙ্খল কাঠামো পায় এবং জনগণের সেবায় আরো কার্যকরভাবে অবদান রাখার সুযোগ লাভ করে।

সম্প্রতি, এপ্রিল ২০২৪ সালে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যা স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের দায়িত্বের পরিধি, নিয়োগ এবং মেয়াদ স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেছে। এ নীতিমালার মাধ্যমে ভিডিপির মূল চেতনার সাথে তাদের কর্মকাণ্ডকে আরো দৃঢ়ভাবে যুক্ত করা হয়েছে। ৮০-এর দশকে খাল খনন, কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে পর্যায়ক্রমে সামাজিক সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং খাদ্য নিরাপত্তায় ভিডিপি সদস্যরা তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। ‘অপারেশন রেলরক্ষা’, ‘অপারেশন সুরক্ষিত যাতায়াত’সহ বিভিন্ন জাতীয় প্রয়োজনে ভিডিপির স্বেচ্ছাসেবীরা জনগণের পাশে থেকে সুনাম অর্জন করেছে। নির্বাচনের সময় ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন বা নির্দিষ্ট সময়ে ভাতাভিত্তিক দায়িত্বের মধ্যে তাদের ভূমিকা সীমাবদ্ধ না রেখে, তারা জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ভবিষ্যৎ কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর, পিকেএসএফ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে আনসার-ভিডিপি কারিগরি প্রশিক্ষণের মানোন্নয়নকে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ প্রশিক্ষণ সমাপ্তির পর স্বাবলম্বী হতে আর্থিক সহায়তার জন্য ভিডিপি উন্নয়ন ব্যাংক সদস্যদের পাশে থাকবে, যেখান থেকে জামানতবিহীন ঋণ সুবিধা পাওয়া যাবে। ভিডিপি দলনেতা এবং দলনেত্রীদের গুণগত ও মানগত প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট কিছু সূচক নির্ধারণ করা হয়েছে যাতে তৃণমূল পর্যায়ে তাদের দক্ষতা বৃদ্ধি পায় এবং সামাজিক সুরক্ষায় তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

প্রকৃতপক্ষে, আনসার ও ভিডিপি বাহিনী দেশের মানবসম্পদ উন্নয়ন, আর্থ-সামাজিক অগ্রগতি, ডিজিটালাইজেশন এবং সদস্যদের রাজনীতিমুক্ত সামাজিক জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। আনসার ও ভিডিপি

বাহিনী তার সুনামের সাথে দেশের উন্নয়নে এককাতারে কাজ করে যাচ্ছে এবং নতুন বাংলাদেশ গঠনে এক সক্রিয় অংশীদার হিসেবে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close