প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৮ অক্টোবর, ২০২৪

নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নানা আয়োজনে দেশের সব জেলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-

বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচি পালন করা হয়। শহরের দত্তবাড়ি অ্যাজমা কেয়ার অ্যান্ড প্রিভেনশন সেন্টারে অসহায় দরিদ্র মানুষের জন্য ফ্রি-মেডিকেল ক্যাম্প, রক্তদান, ওষুধ বিতরণ করা হয়। এছাড়া এতিমখানায় শিশুদের মাঝে খাদ্য বিতরণ ও মসজিদে দোয়া মাহফিল করা হয়।

পঞ্চগড়ের বোদা উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। মুন্সীগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে ৫০০ শতাধিক দারিদ্র নারী-পুরুষকে বিনামূল্যে ওষুধ বিতরণ ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মহিউদ্দিন আহম্মেদ। নেত্রকোনায় যুবদলের উদ্যোগে পৃথক পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা যুবদলের ১নং সহসভাপতি ও নেত্রকোনা পৌরসভায় বিএনপি মনোনীত সাবেক মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়। জয়পুরহাটে সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পটুয়াখালী জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান ও ওষুধ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবদুর রশিদ চুন্নু মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচি স্নেহাংশু সরকার কুন্টু।

চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন গাইনি বিশেষজ্ঞ ডা. তানজিলাতুজ্জাহান মালিহা, মেডিকেল অফিসার তানভীর আহমেদ তৌকির, চক্ষু বিশেষজ্ঞ ডা. আরাফাত হোসেন নিপু, ডা. তাসনীম আনসারী অর্ণব, ডা. ফয়সাল হোসাইন।

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা যুবদল ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সাটুরিয়া উপজেলা যুব দলের আহ্বায়ক মো. আমির হামজার সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার, কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. জিয়াউর রহমান, ডা. এস এম নাজমুল বাশার, যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অমিত হাসান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম বকুল, মেহেদী হাসান বাদল, মো. আরিফ হোসেনা প্রমুখ।

মাদারীপুরের কালকিনিতে বর্ণাঢ্য র‍্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প, গাছের চারা বিতরণ ও আলোচনা সভাসহ নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কালকিনি উপজেলা যুবদলের আহ্বায়ক প্রার্থী শামিম মোল্লার নেতৃত্বে আবুল হোসেন কলেজের সামনে হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর পদক্ষিণ শেষে কলেজ মাঠে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গাছের চারা বিতরণ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আঞ্জুমান আরা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা সিরাজুল ইসলাম শিরু বেপারি, সাবেক ছাত্রদলের সভাপতি মো. জসিমউদদীন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, কালকিনি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহব্বত বেপারি, কালকিনি পৌর বিএনপির সাবেক সহসভাপতি জব্বার হাওলাদার, কালকিনি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাছুম, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম,যুবদল নেতা শাহীন সরদার, কালকিনি উপজেলা তরুণ দলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব সাইফুল হাওলাদার, কালকিনি পৌর তরুণ দলের সদস্য সচিব মো. রাসেল, কালকিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সরাফত, কালকিনি পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইতালী শাহীন, কালকিনি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবুল বেপারি, যুবদল নেতা রনি মোল্লা, কালকিনি পৌর তরুণ দলের যুগ্ম আহ্বায়ক মামুন শিকদার, ছাত্রদল নেতা সজীব বেপারি, কালকিনি পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. ইলিয়াস হোসেন, মৎস্যজীবী দলের নেতা কামরুল ফকিরসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল সান্তাহার পৌর যুবদল কার্যালয়ে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিতে মাল্যদান, সকাল ১০টায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ওষুধ বিতরণ।

সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি ও জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবুল হাসিম ডালিমের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন এবং জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদের পরিচালনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, যুক্তরাজ্য স্বেচছাসবক দলের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুক্তরাজ্য বিএনপি নেতা ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা আলিফ মিয়া, যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল হোসেন, জগন্নাথপুর পৌর যুবদলের আহ্বায়ক মো. লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন।

দিনাজপুরের বিরামপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সেখানে গরিব, দুস্থ এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি কার্যালয়ে সকাল ১০টায় আলোচনা সভা, দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শহরে র‌্যালি শেষে পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close