reporterঅনলাইন ডেস্ক
  ২২ অক্টোবর, ২০২৪

মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতায় কাজ করছে কোস্টগার্ড

দেশে মা ইলিশ সংরক্ষণে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড। ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪’ উপলক্ষে এই কাজ করছে বাহিনীটি। গতকাল সোমবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

খন্দকার মুনিফ তকি বলেন, প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে কোস্ট গার্ড পূর্ব জোন। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করা হচ্ছে।

গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আরো জানান, গতকাল মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড পূর্ব জোনের অধীন নদীগুলোতে টহল কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া পার্শ্ববর্তী কোনো দেশের মাছ ধরা ট্রলার বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মৎস্য আহরণ করতে না পারে, এজন্য বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ সমুদ্রে টহলরত রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close