অনলাইন ডেস্ক
২১ অক্টোবর, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জন্য কর্নিয়াল টিস্যু পরিবহন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত দুজনের চোখের কর্নিয়া ট্রান্সপ্লান্টেশনের জন্য নেপাল থেকে অতি সংবেদনশীল কর্নিয়াল টিস্যু কোনোরূপ চার্জ ছাড়া সৌজন্য স্বরূপ দেশে পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল রবিবার কাঠমান্ডু থেকে বিজি-৩৭২ ফ্লাইটের মাধ্যমে ঢাকায় পরিবহনের পর তা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নওরোজ ফেরদৌস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক এয়ারপোর্ট সার্ভিস মো. রাশেদুল করিম ও অন্য কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন