reporterঅনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর, ২০২৪

ড্যাফোডিলের চেয়ারম্যান আইএইউপির কোষাধ্যক্ষ নির্বাচিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান, ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস’ (আইএইউপি)-এর ২০২৭-৩০ মেয়াদকালের জন্য কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। ড. মো. সবুর খান প্রথম বাংলাদেশি যিনি এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্মে নেতৃত্বের পদে অধিষ্ঠিত হয়েছেন।

গত ১৫ অক্টোবর বেইজিং কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস’ (আইএইউপি)-এর সাধারণ পরিষদের সভা চলাকালীন এ ঘোষণা দেওয়া হয়। নবনির্বাচিত নেতৃত্বের দলে আরো রয়েছেন সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (চীন)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. শন চেন, যিনি ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস’-এর ২০২৭-৩০ মেয়াদকালের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তানিওকা গাকুয়েন এডুকেশন ফাউন্ডেশন (জাপান)-এর ভাইস চ্যান্সেলর তাতসুরো তানিওকা যিনি ওই মেয়াদে (আইএইউপি)-এর মহাসচিবের দায়িত্ব পালন করবেন। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের সভাপতিদের প্রতিনিধিদের সঙ্গে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকাসহ ৫৩টি দেশের প্রায় ৭০০ জন অংশগ্রহণকারী এই মহাসম্মেলনে যোগ দেন।

বিদায়ি সভাপতি মেক্সিকোর সিইটিওয়াইএস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. ফার্নান্দো লিওন-গার্সিয়া নবনির্বাচিত কর্মকর্তাদের স্বাগত জানান এবং বিশ্বব্যাপী উচ্চশিক্ষা খাতে আরো বৃদ্ধি এবং প্রভাবের দিকে ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস’কে চালিত করার ক্ষমতার প্রতি তার দৃঢ় আস্থা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close