চাঁদপুর প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০২৪

টাস্কফোর্সের অভিযান

চাঁদপুরে চার প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপ্রয়োজনীয় বাজারকে স্থিতিশীল করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চাঁদপুর জেলা বিশেষ টাস্কফোর্স কমিটি। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও মূল্য তালিকায় অসামঞ্জস্য থাকাসহ বিভিন্ন অনিয়মে চারটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের বিপনিবাগ বাজার ও কালিবাড়ীর মোড় এলাকায় এই অভিযান চালান জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। এ সময় সাধারণ জনগণের সঙ্গে যেন কোনো রকম প্রতারণা না করা হয়, এ ব্যাপারে ব্যবসায়িদের সর্তক করে দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নুর হোসেন বলেন, বিকালে কালিবাড়ীর মোড় এলাকার কয়েকটি ওষুধের ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় ৩টি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল দাস বলেন, সন্ধ্যায় শহরের বিপনিবাগ বাজারে কয়েকটি কাঁচা বাজার, মুরগি ও মাছ বিক্রির প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালান। এ সময় মূল্য তালিকা অসামঞ্জস্য থাকা এবং পণ্যে দাম বেশি রাখার অপরাধে ১টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close