কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
১৯ অক্টোবর, ২০২৪
কাহারোলে নতুন ওসির মতবিনিময়
দিনাজপুরের কাহারোলে নতুন ওসি রুহুল আমিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ মতবিনিময় সভা হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওসি রুহুল আমিন বলেন, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাহারোল প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম, এ জলিল শাহ্, সদস্য ইব্রাহীম খলিল সোহাগ, সুকুমার রায়, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ, কে, এম ইব্রাহিম খলিল, রোস্তম আলী, আশরাফুল হক প্রমুখ।
এর আগে, ওসি রুহুল আমিন পাবনার ঈশ্বরদী থানার একটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তার জন্ম বগুড়ার সোনাতলায়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন