reporterঅনলাইন ডেস্ক
  ১৭ অক্টোবর, ২০২৪

বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগাড

সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল বুধবার কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলন, কোস্টগার্ড উপকূল বা চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দীন সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। এ সময় ১৩৫ জন অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী প্রদান করা হয়। ওই কার্যক্রমে উপস্থিত ছিলেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার নাঈম হাসান এএমসি। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close